৩০-৩৫ হাজার টাকার মধ্যে কেনার মত সেরা ৫ টি ল্যাপটপ - ল্যাপটপ এর দাম


৩০-৩৫ হাজার টাকার মধ্যে কেনার মত সেরা ৫ টি ল্যাপটপ

বর্তমানে মানুষের কাছে ল্যাপটপ একটি দৈনন্দিন ব্যবহার্য ডিভাইস এ পরিণত হচ্ছে। আর সবাই চায় তার পছন্দের ডিভাইসটি যাচাই বাছাই করে কিনতে এবং এটাই স্বাভাবিক। আপনি যদি নতুন ল্যাপটপ কিনতে যান এবং আপনার বাজেট যদি হয় ৩০-৩৫ হাজার টাকা তাহলে এই পোস্টটি আপনার জন্য। অনেকেই প্রশ্ন করেন যে কোন ল্যাপটপ কিনব? ৩৫ হাজার টাকার মধ্যে ল্যাপটপ এর দাম জানতে চাই। তাদের জন্যই আজকের এই টিউনটি সাজানো হল।
৩৫ হাজার টাকার কমে কেনার মত সেরা ৫ টি ল্যাপটপ


৩৫ হাজার টাকার কমে কেনার মত সেরা ৫ টি ল্যাপটপ


১।
লেনোভো - Lenovo
মডেল নেম- Lenovo IP 110
প্রসেসর- কোর আই ৩, ৬ জেনারেশন
ডিসপ্লে- ১৫.৬ ইঞ্চি
র‍্যাম- ৪ গিগাবাইট
হার্ডডিস্ক- ১ টেরাবাইট
গ্রাফিক্স কার্ড- ২ গিগাবাইট
প্রাইস- ৩১,০০০/= টাকা

অথবা

আসুস- Asus
মডেল নেম- Asus X441UA
প্রসেসর- কোর আই ৩, ৬ জেনারেশন
ডিসপ্লে- ১৪ ইঞ্চি
র‍্যাম- ৪ গিগাবাইট
হার্ডডিস্ক- ১ টেরাবাইট
গ্রাফিক্স কার্ড- নেই
প্রাইস- ৩০,৫০০/= টাকা

২। 
লেনোভো - Lenovo
মডেল নেম- Lenovo IP320
প্রসেসর- কোর আই ৩, ৬ জেনারেশন
ডিসপ্লে- ১৫.৬ ইঞ্চি
র‍্যাম- ৪ গিগাবাইট
হার্ডডিস্ক- ১ টেরাবাইট
গ্রাফিক্স কার্ড- ২ গিগাবাইট
প্রাইস- ৩৩,০০০/= টাকা

অথবা

আসুস- Asus
মডেল নেম- Asus X441UA
প্রসেসর- কোর আই ৩, ৬ জেনারেশন
ডিসপ্লে- ১৪ ইঞ্চি
র‍্যাম- ৪ গিগাবাইট
হার্ডডিস্ক- ১ টেরাবাইট
গ্রাফিক্স কার্ড- নেই
প্রাইস- ৩৩,০০০/= টাকা

৩। 
লেনোভো - Lenovo
মডেল নেম- Lenovo IP 310
প্রসেসর- কোর আই ৩, ৭ জেনারেশন
ডিসপ্লে- ১৫.৬ ইঞ্চি
র‍্যাম- ৪ গিগাবাইট
হার্ডডিস্ক- ১ টেরাবাইট
গ্রাফিক্স কার্ড- নেই
প্রাইস- ৩৫,০০০/= টাকা

অথবা

আসুস- Asus
মডেল নেম- Asus X441UA
প্রসেসর- কোর আই ৩, ৭ জেনারেশন
ডিসপ্লে- ১৪ ইঞ্চি
র‍্যাম- ৪ গিগাবাইট
হার্ডডিস্ক- ১ টেরাবাইট
গ্রাফিক্স কার্ড- নেই
প্রাইস- ৩৪,০০০/= টাকা

এগুলোই যে একদম সঠিক দাম এটার কোন গ্যারান্টি আমি দিচ্ছি না। সামান্য এদিক ওদিক হতে পারে। আপনি অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন।

ল্যাপটপ এর দাম জানলেন - এবার আপনার কেনার পালা।


ল্যাপটপ কেনার আগে

আমাদের এই পোস্টটি দেখতে পারেন - ল্যাপটপ কেনার আগে করণীয়

এছাড়াও আরও পড়তে পারেন-



পোস্টটি ভাল লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার কোন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। আর ল্যাপটপ সংক্রান্ত অথবা টেকনোলজি সংক্রান্ত নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সাইট ভিজিট করুন। চাইলে আপনার ব্রাউজারে বুকমার্ক করে সেভ করে রাখতে পারেন। আর আপনার নিউজফিডে আমাদের ব্লগ এর পোস্টগুলো পেতে চাইলে আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে রাখুন। ধন্যবাদ।

Related Posts

Post a Comment

0 Comments