২০-৩০ হাজার টাকার মধ্যে কেনার মত সেরা ৫টি ল্যাপটপ - কম বাজেটের ল্যাপটপ


২০-৩০ হাজার টাকার মধ্যে কেনার মত সেরা ৫টি ল্যাপটপ

যদিও আমরা উন্নত দেশগুলোর তুলনায় প্রযুক্তির ব্যাবহার এর দিক দিয়ে পিছিয়ে ছিলাম কিন্তু বর্তমানে বাংলাদেশ এর মানুষ বেশ প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। ইন্টারনেট এর ব্যবহার শহর থেকে গ্রামে সর্বত্র ছড়িয়ে পড়ছে। তারই ধারাবাহিকতায় পার্সোনাল কম্পিউটার এর ব্যবহার ও বাড়ছে। একটা সময় পিসি নেয়ার কথা ভাবলেই ডেস্কটপ কম্পিউটার কেনার কথা মাথায় আসত। ল্যাপটপ ব্যবহার এর কথা সবাই ভাবতে পারত না। কিন্তু এখন এই অবস্থারও পরিবর্তন হয়েছে। মানুষ ল্যাপটপ এর ব্যবহার বাড়াচ্ছে।
কম দামে কেনার মত ল্যাপটপ

৩০ হাজার টাকার কমে কেনার মত ৫টি ল্যাপটপ

আমরা অনেকেই শুরু করার জন্য অথবা বাজেট কম থাকার কারণে একটু কম দামে ল্যাপটপ কিনতে চাই। তাদের জন্য আজকে কমদামী কয়েকটা ল্যাপটপ এর কথা তুলে ধরলাম। বিশেষ করে যাদের বাজেট ২০ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা তদের জন্য।


১।
লেনোভো - Lenovo
মডেল নেম- Lenovo IP 110
প্রসেসর- Intel Celeron Duel Core
ডিসপ্লে- ১৪ ইঞ্চি
র‍্যাম- ৪ গিগাবাইট
হার্ডডিস্ক- ১ টেরাবাইট
গ্রাফিক্স কার্ড- নাই
ওয়ারেন্টি- ১ বছর
প্রাইস- ২২,৫০০/= টাকা

অথবা

আসুস- Asus
মডেল নেম- Asus X441NA
প্রসেসর- Intel Celeron Duel Core
ডিসপ্লে- ১৪ ইঞ্চি
র‍্যাম- ৪ গিগাবাইট
হার্ডডিস্ক- ৫০০ গিগাবাইট
গ্রাফিক্স কার্ড- নাই
ওয়ারেন্টি- ২ বছর
প্রাইস- ২১,৫০০/= টাকা

অথবা

এসার - Accer
মডেল নেম- Acer Aspire ES1-533
প্রসেসর- Intel Celeron Dual Core
ডিসপ্লে- ১৫.৬ ইঞ্চি
র‍্যাম- ৪ গিগাবাইট
হার্ডডিস্ক- ৫০০ গিগাবাইট
গ্রাফিক্স কার্ড- নেই
ওয়ারেন্টি- ২ বছর
প্রাইস- ২৩,০০০/= টাকা

২।
লেনোভো - Lenovo
মডেল নেম- Lenovo IP 110
প্রসেসর- Pentium Quad Core
ডিসপ্লে- ১৪ ইঞ্চি
র‍্যাম- ৪ গিগাবাইট
হার্ডডিস্ক- ১ টেরাবাইট
গ্রাফিক্স কার্ড- নেই
ওয়ারেন্টি- ১ বছর
প্রাইস- ২৪,৫০০/= টাকা

অথবা

এসার - Accer
মডেল নেম- Acer Aspire ES1-432
প্রসেসর- Pentium Quad Core
ডিসপ্লে- ১৪ ইঞ্চি
র‍্যাম- ৪ গিগাবাইট
হার্ডডিস্ক- ১ টেরাবাইট
গ্রাফিক্স কার্ড- নেই
ওয়ারেন্টি- ২ বছর
প্রাইস- ২৫,৫০০/= টাকা

৩।
এসার - Accer
মডেল নেম- Acer Aspire ES1-572
প্রসেসর- কোর আই ৩, ৬ জেনারেশন
ডিসপ্লে- ১৫.৬ ইঞ্চি
র‍্যাম- ৪ গিগাবাইট
হার্ডডিস্ক- ১ টেরাবাইট
গ্রাফিক্স কার্ড- নেই
ওয়ারেন্টি- ২ বছর
প্রাইস- ২৯,৫০০/= টাকা

এগুলোই যে একদম সঠিক দাম এটার কোন গ্যারান্টি আমি দিচ্ছি না। দামগুলো লোকাল মার্কেট এবং ইন্টারনেট থেকে যাচাই করে দেয়া হয়েছে। তাই দামের মধ্যে সামান্য এদিক ওদিক হতে পারে। আপনি কেনার সময় অবশ্যই কয়েক দোকান যাচাই বাছাই করে তারপর কিনবেন।

কোন ব্র্যান্ড এর ল্যাপটপ ভাল হবে

সবার একটা কমন প্রশ্ন থাকে সেটা হল কোন ব্র্যান্ড এর ল্যাপটপ ভাল হবে। এলেক্ট্রনিক জিনিস অনেকটা ভাগ্যের উপরও ডিপেন্ড করে। এক এক জন একটা ইউজ করে কমফোর্ট ফিল করেছে। আবার আমার কাছে যেটা ভাল মনে হচ্ছে অনেকের কাছে সেটা ভাল মনে নাও হতে পারে। এক এক ব্র্যান্ড এর আউটলুক এক এক রকম। তাছাড়া সবাইই কিন্তু সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে। উপরে ৩টি ক্যাটাগরি অনুযায়ী দাম দিয়ে দিলাম। এর মধ্যে যেটা আপনার ভাল লাগে সেটা কিনে দেখতে পারেন।

কম দামে ভাল ল্যাপটপ কিনতে চান

কম দামে কেনার মত ল্যাপটপ গুলো উল্লেখ করে দিলাম। এগুলো থেকে কিনতে পারেন। অথবা আপনার পরিচিত কেউ থাকলে তাদের মাধ্যমে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে পারেন। পরিচিত কারো কাছ থেকে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনলে খারাপ পড়ার সম্ভাবনা কম থাকে। আমার এক ফ্রেন্ড সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনে কোন প্রবলেম ছাড়াই ৪ বছর ব্যবহার করেছে। এটাও আসলে অনেকটা ভাগ্য বলা যায়।

কম দামের মধ্যে ল্যাপটপ লিস্ট দেখতে এখানে ভিজিট করুন

আরও দেখতে পারেন-



আর্টিকেলটি কেমন হল কমেন্ট এ জানাতে ভুলবেন না। আমাদের পরবর্তী পোস্টগুলো সাথে সাথে পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।

Related Posts

Post a Comment

6 Comments

  1. অনেক প্রতিষ্ঠান সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ এক বছরের ওয়ারেন্টি দিয়ে মেমোসহ বিক্রী করছে।বলছে বিদেশ হতে আনা,দামও কম,এবিষয়ে আপনার মতামত কি?
    আপনার পোস্টটি খুবই উপকারী।
    ধন্যবাদ।।

    ReplyDelete
    Replies
    1. কমেন্ট করার জন্য এবং আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল। জ্বী সময় করে লিখে ফেলব।

      Delete
  2. দয়া করে আমাকে একটি ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার লিংক দিবেন---

    ReplyDelete
  3. দয়া করে আমাকে একটি ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার লিংক দিবেন

    ReplyDelete