কম্পিউটার থেকে ভাইরাস দূর করুন এন্টিভাইরাস ছাড়াই!

 

পিসি থেকে ভাইরাস দূর করুন এন্টিভাইরাস ছাড়া

ভাইরাস দূর করুন এন্টিভাইরাস ছাড়া

এন্টিভাইরাস এর কিছু ক্ষতিকর দিক

আপনার কম্পিউটার যখন ভাইরাস দ্বারা আক্রান্ত হবে তখন আপনার কম্পিউটার অসংলগ্ন কমান্ড দেয়া শুরু করবে। যেমন ধরুন, আপনার কম্পিউটার যদি Autorun.inf ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাহলে অস্বাভাবিক কিছু দেখতে পাবেন আপনার পিসিতে। যেমন,
অনেকগুলো খালি ফোল্ডার ক্রিয়েট হবে।
আপনার ফোল্ডার গুলো অন্য ভাষায় রিনেম হয়ে যাবে এবং আপনি চাইলেও এগুলো ডিলিট করতে পারবেন না।
অনেকগুলো শর্টকাট ক্রিয়েট হয়ে যাবে।
ড্রাইভ অথবা ফোল্ডার ওপেন করতে দিবে না।
আপনার পিসি স্লো হয়ে যাবে।
আপনার ল্যাপটপে কোন এপস চালু করলে হ্যাং করা শুরু করবে।

কিভাবে এন্টিভাইরাস ছাড়া ভাইরাস দূর করবেন

এ রকম ভাইরাস গুলো দূর করার জন্য আমরা কমান্ড প্রমট ইউজ করব। নিচের স্টেপ গুলো ফলো করুনঃ

মেথড - ১
সর্বপ্রথমে Windows+R চেপে Run প্রোগ্রামটি চালু করুন। তারপর টাইপ করুন CMD এবং Enter প্রেস করুন।
তারপর ভাইরাস আক্রান্ত ড্রাইভটি সিলেক্ট করুন, যেমন, যদি আপনার D ড্রাইভটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাহলে টাইপ করুন D: এবং Enter প্রেস করুন।
তারপর টাইপ করুন, -h -r -s autorun.inf এবং Enter প্রেস করুন। এন্টার প্রেস করলে এটা আপনাকে হিডেন Autorun.inf ভাইরাস দেখাবে।
তারপর টাইপ করুন Del autorun.inf এটি autorun.inf ভাইরাসটি ডি্লিট করে দিবে যদি ঐ ড্রাইভে ভাইরাসটি থাকে।
এভাবে অন্য ড্রাইভগুলো তে এই স্টেপ টি রিপিট করুন।

সবগুলো ড্রাইভ এ এপ্লাই করার পর আপনার ল্যাপ্টপ/কম্পিউটার রিস্টার্ট করুন। তাহলেই আপনি এই ভাইরাসটি থেকে মুক্ত হতে পারবেন।

মেথড - ২
উপরের মত করে Run প্রোগ্রাম ওপেন করে CMD টাইপ করে Enter প্রেস করুন।
আক্রান্ত ড্রাইভটি সিলেক্ট করে টাইপ করুন -s -h *.* /s /d এবং এন্টার প্রেস করুন।
তারপর টাইপ করুন dir এবং Enter প্রেস করুন। চেক করুন সেখানে autorun.inf ফাইল আছে কিনা? যদি ফাইল থাকে তাহলে ফাইলটি রিনেম করুন এটা লিখে Rename Autorun.inf auto তারপর Enter প্রেস করুন।

এবার আপনি আপনার ড্রাইভগুলো ইউজ করতে পারবেন অটোরান ভাইরাস ছাড়াই।

এগুলো ছিল সহজে ভাইরাস দূর করার উপায়


আরও পড়ুন-
কম্পিটার ফোল্ডার হাইড করুন কোন সফটওয়্যার ছাড়া
ইন্টারনেট থেকে আয় করার সহজ উপায়


ভাল লেগেছে কিনা কমেন্ট করে জানাবেন, চাইলে ফেসবুকে শেয়ার করতে পারেন, আমাদের অন্যান্য পোস্টগুলো চেক করে দেখতে পারেন। ধন্যবাদ।

Related Posts

Post a Comment

0 Comments