রবি বন্ধ সিমের অফার ২০২০ (৩৮ টাকায় ৫ জিবি, ১১৯ টাকায় ৪ জিবি ১২০ মিনিট)

রবি বন্ধ সিমের অফার ২০২০ঃ আপনি কি রবি বন্ধ সিম অফার ২০২০ জানতে চাচ্ছেন? আপনাকে রবি বন্ধ সিমের অফার জানাতেই আজকের পোস্ট। রবি বাংলাদেশের অন্যতম একটি সেরা অপারেটর। এয়ারটেল এর সাথে একীভূত হওয়ার পর তাদের সেবার মান আরো বেড়েছে। বর্তমানে সবারই একাধিক সিম থাকে। যখন যেটাতে বেশি সুবিধা পাওয়া যায় গ্রাহকরা তখন সেটাই ইউজ করে। তাই মোবাইল অপারেটর কোম্পানিগুলোও তাদের বন্ধ সিম চালু করতে উৎসাহিত করতে বিভিন্ন অফার দিয়ে থাকে, নিচে বিস্তারিত আলোচনা করা হল।

রবি-বন্ধ-সিমের-অফার-২০২০-robi-bondho-sim-offer-2020

রবি বন্ধ সিমের অফার জানার উপায়

রবি বন্ধ সিমের অফার চেক করতে অথবা জানতে আপনি রবির অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এছাড়া আমাদের ওয়েবসাইট থেকেও বিভিন্ন সিমের চলমান অফারগুলো জানতে পারবেন। আবার মাঝে মাঝে সিম কোম্পানিগুলো মেসেজ এর মাধ্যমে গ্রাহকদের bondho simer offer গুলো জানিয়ে দেয়।

Teletalk বন্ধ সিমের অফার দেখুন এখান থেকে


রবি বন্ধ সিম চেক করার নিয়ম

আপনার বন্ধ সিমটি অফারের আওতাভুক্ত কিনা তা জানতে আপনার ফোনের মেসেজ অপশন এ গিয়ে লিখুন A স্পেস দিয়ে Robi Number টি লিখে যেকোন চালু রবি নাম্বার থেকে পাঠিয়ে দেন 8050 নাম্বার এ। অথবা *8050# ডায়াল করে পরবর্তী নির্দেশনা মেনেও আপনি অফারে আওতাভুক্ত কিনা তা জানতে পারবেন।

উদাহরণঃ A 01855123123 পাঠাতে হবে 8050

রবি বন্ধ সিম চালু করার নিয়ম

Robi bondho sim চালু করার উপায়ঃ Robi Bondho Sim er Offer টি দুই ভাবে চালু করা যাবে। ৩৮ টাকা রিচার্জ করে অথবা ১১৯ টাকা রিচার্জ করে। ৩৮ টাকা রিচার্জ করলে ৫ জিবি পাওয়া যাবে ৫ দিনের জন্য। আর ১১৯ টাকা রিচার্জ করলে ৪ জিবি এবং ১২০ মিনিট পাওয়া যাবে। প্যাকেজগুলোর বিস্তারিত নিচে দেয়া হলো।

রবি বন্ধ সিম মিনিট অফার

রবির 4.5G নেটওয়ার্কে ফিরে আসলেই উপভোগ করতে পারবেন দারুন ইন্টারনেট ও মিনিট অফার। ১১৯ টাকা রিচার্জ করলে ৪ জিবি ডাটা যেকোন ব্যবহারের জন্য পাবেন। এবং ১২০ মিনিট পাবেন যে কোন লোকাল নাম্বারে ব্যবহারের জন্য। এর মেয়াদ ৩০ দিন। এই অফারটি আপনি পুনরায় ক্রয় করতে পারবেন। ডাটা ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *3# এবং মিনিট চেক করতে ডায়াল করতে হবে *222*2#।

রবি বন্ধ সিমের ইন্টারনেট অফার

এই Offer এ ৩৮ টাকা রিচার্জ করলে ৫ জিবি ইন্টারনেট পাওয়া যাবে। যেকোন ব্যবহারের জন্য প্রযোজ্য হবে এবং এর মেয়াদ থাকবে ৫ দিন। ২৪ ঘন্টাই ব্যবহার করা যাবে। ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *3#। একজন গ্রাহক এই অফারটি একবারই নিতে পারবেন।

রবি বন্ধ সিম মিনিট, ইন্টারনেট অফার ২০২০ এর শর্তবলীঃ
 ১। Offer এর আওতাভুক্ত হলে যে কোন প্যাকেজ এর কেউ এই অফারটি উপভোগ করতে পারবে।
২। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই অফারটি চলতে থাকবে।
৩। যথাযোগ্য কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে Robi যেকোন সময় এই অফারটি পরিবর্তন, পরিবর্ধন কিংবা সম্পাদনা করতে পারবে।

সাধারণ জিজ্ঞাসাঃ

১। রবি বন্ধ সিমে কি অফার আছে?
 -দুইটি অফার আছে। একটি ১১৯ টাকার অফার, আরেকটি ৩৮ টাকার অফার।

২। রবি বন্ধ Sim কিভাবে দেখে?
 মেসেজ অপশন এ A<Space>01855123456 লিখে 8050 নাম্বার এ পাঠিয়ে দেখা যায়।

৩।রবি বন্ধ Sim এর অফার দেখার নিয়ম কি?
- রবির অফিসিয়াল ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে অফারগুলো দেখা যাবে। মেগাটিউন বিডির সাইটেও দেখা যাবে।

৪। Bondho Simer Offer গুলো কতবার নিতে পারব?
 -৩৮ টাকার টি একবার এবং ১১৯ টাকার টি বারবার নেয়া যাবে।

৫। রিচার্জ করলে মেইন ব্যালেন্স এ টাকা যোগ হবে কি?
 -না, রিচার্জ করলে সরাসরি মিনিট এবং ডাটা দেয়া হবে। একাউন্ট ব্যালেন্স এ যোগ হবেনা।

আমাদের এই পোস্টটি ভাল লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্ট করে আপনার মতামত জানিয়ে আমাদের নতুন নতুন পোস্ট করতে উৎসাহিত করুন। আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। সময় করে পড়ার জন্য ধন্যবাদ।

টপিকঃ রবি বন্ধ সিমর ডাটা অফার, রবি বন্ধ সিমর এমবি অফার,‌ রবি বন্ধ সিমে ইন্টারনেট অফার, রবি বন্ধ সিম মিনিট অফার।

Related Posts

Post a Comment

0 Comments