৪০-৫০ হাজার টাকার মধ্যে কেনার মত সেরা ৫ টি ল্যাপটপ - কোন ল্যাপটপ ভাল হবে


৪০-৫০ হাজার টাকার মধ্যে কেনার মত সেরা ৫ টি ল্যাপটপ

ল্যাপটপকে এক সময় ভাবা হত বিলাসিতার বস্তু। সবাই কাজ করার জন্য ডেস্কটপই ব্যবহার করত। কিন্তু এই অবস্থার পরিবর্তন হয়ে মানুষ এখন ল্যাপটপ ব্যবহারের দিকে বেশি ঝুঁকছে। বিশেষ করে তরুণদের কাছে ল্যাপটপটাই এখন জনপ্রিয়। কিন্তু এই ল্যাপটপ কেনার আগে অনেকেই দ্বিধাদ্বন্ধে পড়ে যান কোন ল্যাপটপ কিনব, কোন ল্যাপটপ এর দাম কত এগুলো চিন্তা করে। তাই আপনাদের এই চিন্তা থেকে মুক্ত করতে আমরা আমাদের এই টিউনটি সাজিয়েছি। আপনার বাজেট যদি থাকে ৪০-৫০ হাজার টাকা তাহলে এই টিউনটি আপনার জন্য। আর বাজেট যদি ৩০-৩৫ হাজার টাকা হয় তাহলে এই পোস্ট এর নিচের দিকে আরেকটি পোস্ট এর লিংক দিয়ে দিব সেটি দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক।
৫০ হাজার টাকার কমে কেনার মত সেরা ৫ টি ল্যাপটপ


৫০ হাজার টাকার কমে কেনার মত সেরা ৫ টি ল্যাপটপ

৫০ হাজার টাকার কমে আপনি যে পিসিগুলো কিনতে পারবেন সেগুলো হল


১।
লেনোভো - Lenovo
মডেল নেম- Lenovo IP 110
প্রসেসর- কোর আই ৫, ৬ জেনারেশন
ডিসপ্লে- ১৫.৬ ইঞ্চি
র‍্যাম- ৪ গিগাবাইট
হার্ডডিস্ক- ১ টেরাবাইট
গ্রাফিক্স কার্ড- ২ গিগাবাইট
ওয়ারেন্টি- ১ বছর
প্রাইস- ৪১,৫০০/= টাকা

অথবা

এসার - Accer
মডেল নেম- Acer Aspire E5-575
প্রসেসর- কোর আই ৫, ৭ জেনারেশন
ডিসপ্লে- ১৫.৬ ইঞ্চি
র‍্যাম- ৪ গিগাবাইট
হার্ডডিস্ক- ১ টেরাবাইট
গ্রাফিক্স কার্ড- নেই
ওয়ারেন্টি- ২ বছর
প্রাইস- ৪২,০০০/= টাকা

২।
আসুস- Asus
মডেল নেম- Asus X540UP
প্রসেসর- কোর আই ৫, ৭ জেনারেশন
ডিসপ্লে- ১৫.৬ ইঞ্চি
র‍্যাম- ৪ গিগাবাইট
হার্ডডিস্ক- ১ টেরাবাইট
গ্রাফিক্স কার্ড- ২ গিগাবাইট
ওয়ারেন্টি- ২ বছর
প্রাইস- ৪৫,৩০০/= টাকা

অথবা

লেনোভো - Lenovo
মডেল নেম- Lenovo IP320
প্রসেসর- কোর আই ৫, ৭ জেনারেশন
ডিসপ্লে- ১৪ ইঞ্চি
র‍্যাম- ৪ গিগাবাইট
হার্ডডিস্ক- ১ টেরাবাইট
গ্রাফিক্স কার্ড- ২ গিগাবাইট
ওয়ারেন্টি- ১ বছর
প্রাইস- ৪৬,০০০/= টাকা

৩।
আসুস- Asus
মডেল নেম- Asus X556UQ
প্রসেসর- কোর আই ৫, ৭ জেনারেশন
ডিসপ্লে- ১৫.৬ ইঞ্চি
র‍্যাম- ৮ গিগাবাইট
হার্ডডিস্ক- ১ টেরাবাইট
গ্রাফিক্স কার্ড- ২ গিগাবাইট
ওয়ারেন্টি- ২ বছর
প্রাইস- ৫০,৩০০/= টাকা

অথবা

লেনোভো - Lenovo
মডেল নেম- Lenovo IP 500
প্রসেসর- কোর আই ৫, ৬ জেনারেশন
ডিসপ্লে- ১৫.৬ ইঞ্চি
র‍্যাম- ৮ গিগাবাইট
হার্ডডিস্ক- ১ টেরাবাইট
গ্রাফিক্স কার্ড- ৪ গিগাবাইট
ওয়ারেন্টি- ১ বছর
প্রাইস- ৪৯,৫০০/= টাকা

অথবা

এসার - Accer
মডেল নেম- Acer Aspire A515-51
প্রসেসর- কোর আই ৫, ৭ জেনারেশন
ডিসপ্লে- ১৫.৬ ইঞ্চি
র‍্যাম- ৮ গিগাবাইট
হার্ডডিস্ক- ২ টেরাবাইট
গ্রাফিক্স কার্ড- নেই
ওয়ারেন্টি- ২ বছর
প্রাইস- ৪৯,৫০০/= টাকা

এগুলোই যে একদম সঠিক দাম এটার কোন গ্যারান্টি আমি দিচ্ছি না। দামগুলো লোকাল মার্কেট এবং ইন্টারনেট থেকে যাচাই করে দেয়া হয়েছে। তাই দামের মধ্যে সামান্য এদিক ওদিক হতে পারে। আপনি কেনার সময় অবশ্যই কয়েক দোকান যাচাই বাছাই করে তারপর কিনবেন।

কোন ল্যাপটপটা ভাল হবে?

আসলে এটা আপনার উপর নির্ভর করে। আপনি কি কাজের জন্য কিনতে চাচ্ছেন সেটার উপর ভিত্তি করে আপনার সিদ্ধান্ত নিতে হবে কোন ব্র্যান্ড এর ল্যাপটপ ভাল হবে। তবে আপনি চাইলে কিনতে যাওয়ার আগে আমাদের ল্যাপটপ কেনার গাইডলাইন টি দেখে যেতে পারেন।

এছাড়াও আরও পড়তে পারেন-


পোস্টটি ভাল লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত জানাতে চাইলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর কপমিউটার রিলেটেড অথবা মোবাইল টেকনোলজি রিলেটেড নতুন সব পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। চাইলে আপনার ইন্টারনেট ব্রাউজার এ সাইটটি  বুকমার্ক করে রাখতে পারেন। আর আপনার ফেসবুক ফীডে আমাদের নতুন পোস্টগুলো পেতে চাইলে ওয়েবসাইটের ফেসবুক পেজ এ লাইক দিয়ে রাখতে পারেন।

Related Posts

Post a Comment

1 Comments

  1. ফ্রিল্যান্সিং এ কাজ করার জন্য কোন ল্যাপটপ ভালো?

    ReplyDelete