নিত্যপ্রয়োজনীয় কিছু অনলাইন টুলস

 

নিত্যপ্রয়োজনীয় কিছু অনলাইন টুলস


আমরা ল্যাপটপ/মোবাইল ইউজ করতে গেলে প্রতিদিন কোন না কাজের জন্য কিছু টুলস/সফটওয়্যার এর প্রয়োজন হয়। তো আমরা যারা নন টেকি তারা ভারি ভারি সফটওয়্যার গুলো ইউজ করতে হিমশিম খেয়ে যাই, অনেকেই সফটওয়্যার গুলো ইউজ করতে পারিনা, আবার সফটওয়্যার গুলো ল্যাপটপেও থাকে না। এর জন্য খুব সহজ সমাধান হচ্ছে অনলাইন টুলস। মোটামুটি প্রয়োজনীয় টুলসগুলো নিয়েই আজকের আয়োজন।

নিত্যপ্রয়োজনীয় কিছু অনলাইন টুলস

কিছু কিছু টুলস দেখলে আপনার মনে হবে এই সাইট থেকেই সব কিছু করা যাবে, শুধু শুধু এতগুলো সাইট ইউজ করার কি দরকার? কিন্তু আমি এখানে যে কাজের জন্য যেটি পারফেক্ট সেভাবে সাজিয়েছি। ইউজ করার পর আপনি নিজেও বুঝতে পারবেন। চলুন দেখা যাক।

১। Image Converter

ইমেজ এর বেশ কিছু ফরম্যাট রয়েছে। যেমন .jpg .jpeg .png .gif  এরকম আরও অনেক ফরম্যাট। বিভিন্ন কাজের জন্য আমাদের বিভিন্ন ফরম্যাট এর ইমেজ ইউজ করতে হয়। নিচে ২টি টুলস উল্লেখ করলাম। এই ২টি টুলস এর সাহায্যে আপনি ইমেজকে যেকোন ফরম্যাট থেকে যে কোন ফরম্যাট এ কনভার্ট করতে পারবেন।
                                                              Image Converter

২। Image Resizer

বিভিন্ন কাজ এর জন্য ফটো রিসাইজ করতে হয়। কিন্তু আমর সবাই তো ফটোশপ এর কাজ পারিনা। তাই এই টুলস এর সাহায্যে আপনি খুব সহজেই আপনার ছবিটিকে আপনার পছন্দ মত রিসাইজ করে নিতে পারবেন।
                                                             Image Resize Tools

৩। Image Compressor

এর সাহায্যে আপনি যে কোন ছবির সাইজ কমিয়ে ফেলতে পারবেন ছবির কোয়লিটি অক্ষুণ্ণ রেখে। ছবির সাইজ কমবে কিন্তু ছবির কোয়ালিটির কোন হেরফের হবে না। ইউজ করে দেখতে পারেন।
                                                                 Compressor 1
                                                                 Compressor 2
৪। Text to Image
এর সাহায্যে আপনি যে কোন টেক্সট কে ইমেজে অথবা যে কোন ইমেজ কে টেক্সট এ রূপান্তরিত করতে পারবেন।
                                                                Text to Image

৫। Document Converter
এই অনলাইন এপস এর সাহায্যে আপনি যে কোন ডকুমেন্ট কে কনভার্ট করতে পারবেন। doc, docx. Ppt, pptx এসব ফরম্যাট এ কনভার্ট করতে পারবেন।
                                                          Document Converter

৬। PDF Converter
এই টুলস এর সাহায্যে আপনি যে কোন ফাইল কে পিডিএফ ফাইল এ রূপান্তরিত করতে পারবেন।
                                                                 PDF Tools

৭। Audio Converter
কিছু কিছু অডিও আপনার ডিভাইসে সাপোর্ট নাও করতে পারে, অথবা কোন কাজে আপনার নির্দিষ্ট একটা ফরম্যাট দরকার। আপনি এই সাইটের সাহায্যে যেকোন অডিও ফাইলকে আপনার কাঙ্ক্ষিত ফরম্যাট এ নিয়ে যেতে পারবেন।
                                                            Audio Converter

৮। Video Converter
এটির সাহায্যে আপনি যে কোন ভিডিও কে আপনার পছন্দের ফরম্যাট এ কনভার্ট করতে পারবেন।
                                                           Video Converter

৯। Archive Converter
অনেক সময় অনেকগুলো ফাইলকে একসাথে করার জন্য জিপ, রিপ, রার ফাইলে নিতে হয়, এই সাইটের সাহায্যে আপনি খুব সহজেই কাজটি করতে পারবেন।

                                                          Archive Converter

১০। Bangla Converter
বাংলা টাইপ করার জন্য ২টি ওয়ে/সফটওয়্যার আছে। একটি হচ্ছে বিজয় আরেকটি হচ্ছে অভ্র। এখন আমরা যে কোন একটি খুব ভাল পারি অন্যটি পারিনা। কিন্তু বিভিন্ন কাজে অথবা এপ্লিকেশন করার সময় নির্দিষ্ট একটা সিস্টেম ইউজ করতে হয়। হয় অভ্র অথবা বিজয়। কিন্তু আপনি যদি সেটি না পারেন তখন আপনাকে সাহায্য করবে এই টুলসটি। এর সাহায্যে আপনি অভ্র কে বিজয়ে অথবা বিজয়কে অভ্রতে কনভার্ট করতে পারবেন।
                                                            Bangla Converter

এ রকম আরও টিপস পেতে আমাদের সাথেই থাকুন।

পোস্টটি কেমন লাগল তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভাল লাগলে, আপনার ফ্রেন্ডদের জানাতে চাইলে ফেসবুকে শেয়ার করুন। ধন্যবাদ।

Related Posts

Post a Comment

0 Comments