ইউটিউব ভিডিও দেখুন VLC Media Player এ - ইজি ট্রিকস!

 

 ইউটিউব ভিডিও দেখুন VLC Media Player এ

ইউটিউব ভিডিও দেখুন ভিএলসি মিডিয়া প্লেয়ার এ


ভিএলসি মিডিয়া প্লেয়ার এ প্রায় সব ফরম্যাট এর ভিডিওই চলে। এ কারনেই মনে হয় ভিএলসি মিডিয়া প্লেয়ার সবচেয়ে প্রেফারেবল। কিন্তু আপনি কি জানেন, ভিএলসি মিডিয়া প্লেয়ারে ইউটিউব ভিডিও পর্যন্ত দেখা যায়? হ্যাঁ, এই প্লেয়ারে ইউটিউব ভিডিও দেখা যায়। ইউটিউব ভিডিও দেখার জন্য ব্রাউজার এর প্রয়োজন নেই, ভিএলসিই সেই কাজটি করে দিবে। আপনি শুধু সিংগেল ইউটিউব ভিডিও না, এমনকি ইউটিউব প্লেলিস্ট ও এখানে দেখতে পারবেন। এছাড়াও আরও কিছু সুবিধা আছে, যেমনঃ
  • কোন এড ছাড়াই ভিডিও দেখতে পারবেন।
  • লুপ বাটন ইউজ করে ভিডিও রিপিট করতে পারবেন।
  • ভিডিওর স্পীড বাড়াতে অথবা কমাতে পারবেন।
  • ভিডিওর যে কোন অংশের স্ন্যাপশট নিতে পারবেন।

কিভাবে ভিএলসি মিডিয়া প্লেয়ারে ইউটিউব ভিডিও দেখবেন

স্টেপ - ১
প্লেয়ারটি ওপেন করুন, File>Open Network এ ক্লিক করুন অথবা কীবোর্ডে Ctrl+N চেপে নেটওয়ার্ক ইউয়ারএল ডায়লগ বক্স ওপেন করুন।

স্টেপ - ২
ইউটিউব ওপেন করুন, যে ভিডিওটি  ভিএলসিতে দেখতে চান সেটি সিলেক্ট করুন,ভিডিওটির ইউয়ারএল কপি করে ডায়লগ বক্সে পেস্ট করুন। এবং প্লে বাটনে ক্লিক করুন।

স্টেপ - ৩
আপনার ভিডিওটি এনজয় করুন।

খুব সহজ তাই না? এবার দেখব,

ভিএলসি প্লেয়ারে কিভাবে ইউটিউব প্লেলিস্ট দেখবেন

স্টেপ - ১
ইউটিউব প্লেলিস্ট দেখতে হলে একটি এডঅন ইউজ করতে হবে, সুতরাং, এখানে ক্লিক করুন তারপর ভিএলসি প্লেয়ার এডঅন ডাউনলোড পেজ এ যান, সেখানে এডঅনটি VLC Playlist Parser নামে পাবেন। তবে এ জন্য আপনাকে লেটেস্ট ভার্সন এর ভিএলসি প্লেয়ার ইউজ করতে হবে।

স্টেপ - ২
এডঅনটি ডাউনলোড করুন। এডঅনটি কপি করে পেস্ট করুন ভিডিও ইন্সটলেশন ফোল্ডার এ। এটা এরকম হতে পারে, C:\Program Files\VideoLAN\VLC\lua\playlist.

স্টেপ - ৩
সবকিছু সেটাপ করা শেষ। এবার প্লেয়ারটি ওপেন করুন, Ctrl+N চেপে ডায়লগ বক্স ওপেন করুন। প্লেলিস্ট এর ইউআরএল টি কপি করে পেস্ট করুন। তারপর Play বাটন এ ক্লিক করে ভিডিও দেখা শুরু করুন।


এটাই ছিল ভিএলসি মিডিয়া প্লেয়ার এ ইউটিউব ভিডিও দেখার টিউটোরিয়াল


আরও পড়ুন-
কম্পিউটারে ফোল্ডার হাইড করুন কোন এপস ছাড়া
কম্পিউটার থেকে ভাইরাস দূর করুন ১ মিনিটেই

আশা করি ইউটিউব ভিডিও লাভারদের কাছে টিপসটি ভাল লাগবে। ভাল লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

Related Posts

Post a Comment

0 Comments